Pir Saheb of Charmonai, Mufti Syed Muhammad Rezaul Karim, addressed a mass rally at Shalikha Upazila on Tuesday April 15
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ ১৫ এপ্রিল মাগুরার শালিখা উপজেলা আয়োজিত এক গণসমাবেশে বলেছেন, বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি একটি প্রধান সমস্যা। অপ্রতুল জ্বালানি এবং জ্বালানির দাম নিয়ে স্থিতিশীল কোন নীতি না থাকার কারণে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত থাকে। সাম্প্রতিক সরকার বিনিয়োগ সম্মেলন করলো। সেখানে নতুন বিনিয়োগ আকর্ষণ করার নানা চেষ্টা করা হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অথচ এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করবে।
পীর সাহেব চরমোনাই বলেন, গ্যাসের দাম নির্ধারণের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত নুতন শিল্প স্থাপনের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করবে। একই খাতে ব্যবসারত পুরোনো কারখানা কম দামে গ্যাস পাবে। নতুন কারখানাকে বাড়তি দাম দিতে হবে। ফলে নতুনেরা পুরোনোদের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে বিপাকে পড়বেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ব্যবসার ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা থাকা আবশ্যক। নীতি অনিশ্চয়তা বিনিয়োগ সিদ্ধান্তকে দ্বিধাগ্রস্ত করে। ফলে নুতন শিল্পের জন্য ৩৩% দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং ব্যবসা সংক্রান্ত নীতিতে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
শালিখা উপজেলা আন্দোলনের সভাপতি মাওলানা উসমান গনী সাঈফির সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই সংস্কার কার্যক্রমকে গতিশীল করে নির্বাচনের পরিবেশ তৈরির তাকিদ দিয়ে বলেন, নির্বাচন লাগবে তবে জরুরী সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিলে দেশ আবারো আগের পংকিলতায় নিপতিত হবে। তাই সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি, দখলদারি, পেশিশক্তির প্রদর্শন এখনো বিদ্যমান। কারা এগুলো করছে তা আমরা সবাই জানি। জনপ্রশাসনসহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের রেশ এখনো আছে। এই অবস্থায় নির্বাচনকে মূখ্য করে তোলার কোন কারণ নাই। বরং সংস্কার করে ছাত্র-জনতার আকাঙ্খা অনুযায়ী রাষ্ট্রকাঠোমো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর জনতার প্রতি আহবান রেখে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে বহু শাসক আমরা দেখেছি। বহু নীতিও আমরা দেখেছি। আমাদের কাংখিত রাষ্ট্র আমরা পাই নাই। এবার ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ইসলামপন্থী সকলে এবার আসনভিত্তিক একক প্রার্থী দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যে দলই করেন না কেন এবার দেশের স্বার্থে ইসলামকে ক্ষমতায় আনতে কাজ করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ কাংখিত লক্ষ্যে পৌছবেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বুনাগাতী ডিগ্রী কলেজ মাঠের গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মনিরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান এবং নাজিরুল ইসলাম।
এদিকে আজ ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দেশ ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করে ভারতের ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন ও অব্যহত মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। একই সাথে ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবীতে আগামী ২৬ এপ্রিল‘২০২৫ রোজ শনিবার, বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই উক্ত গণমিছিলে নেতৃত্ব দিবেন।
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি