News update
  • Romania Urged to Open Dhaka Mission as Trade Surges     |     
  • Over 41,000 Containers Stuck at Ctg Port Amid Strike     |     
  • WB Grants $270m Loan to Boost Bangladesh’s Recovery Plans     |     
  • Bangladesh's Per Capita Debt Rises Sharply to $483     |     
  • Yunus to Visit UK in June to Boost Bangladesh-UK Ties     |     

ফ‍্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু বিদায় হয়নি: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-04-19, 1:33pm

wer323423-a1baba86ea5c92d8f87d454b2fc250071745048028.jpg




ফ‍্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু ফ‍্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তাবায়ন, আওয়ামী লীগের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, গত ১৫ বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। কেউ কিছু বলতে পারেনি তাই অন্যায়ের রাজত্ব কায়েম হয়েছে।  

কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন জামায়াত আমির।

জামায়াতের আমির বলেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, মালোয়শিয়ায় বেগম পাড়া গড়ে তুলবে না । এছাড়া ফ‍্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ইশারায় ইঙ্গিতে যারা বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত হয়েছেন তারা বুজতে পেরেছেন।

 আগামীর শাসন ব্যবস্থা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র বাধ্য করছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি নিশ্চিত হবে।

সবশেষ জামায়াতের আমির এটি এম শামসুজ্জামানের অনতিবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবি জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম আব্দুল হালিম বলেন, বিগত দিনে আলেমরা প্রতিহিংসার শিকার হয়েছে; দাড়ি-টুপি দেখলেই জেলে ভরে দিতেন ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এমন অবস্থা আমরা আর চাই না।

কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, জুলাই গণঅভুথানের মধ্যে এক স্বৈরাচার বিদায় হয়েছে, আমরা আর চাই আর কোনো ফ‍্যাসিস্ট ক্ষমতায় আসুক। আমরা আর ডামি ও ভোটার বিহীন নির্বাচন চাই না, আগামী নির্বাচন হতে হবে সংস্কারের মাধ্যমে। সময়