News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

সংস্কার ছাড়া নির্বাচনে গণঅভ্যুত্থান অসম্পূর্ণ থেকে যাবে -মুসলিম লীগ

রাজনীতি 2025-04-20, 11:22pm

bml-logo-3-5d7947aceb91f971182ae86761291c3f1745169740.jpg

BML Logo



ফ্যাসিবাদী শেখ হাসিনার ওলট-পালট করে রেখে যাওয়া গোটা দেশকে ঢেলে সাজাতে হলে সংবিধান সহ প্রয়োজনীয় সংস্কার অত্যাবশ্যক। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে গণঅভ্যুত্থান-২০২৪ অসম্পূর্ণ থেকে যাবে। অপরদিকে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচনের বিকল্প নেই। ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনের প্রস্তুতি ও সংস্কারের ট্রেন যুগপৎ ভাবে চালাচ্ছে তা দৃশ্যমান হলেই রাজনৈতিক অঙ্গনে স্বস্তি নিয়ে আসবে, গত ১৯-২০শে এপ্রিল বাংলাদেশ মুসলিম লীগের জাতীয় নির্বাহী কমিটির সভায় উপরোক্ত মন্তব্য করা হয়।। ১৯শে এপ্রিল, ২০২৫ সকাল ১০টায় দলীয় মহাসচিব কাজী আবুল খায়েরের পরিচালনা ও ভারপ্রাপ্ত সভাপতি এড. মহসিন রশিদের সভাপতিত্বে তার ৪/১ কে.এম দাস লেন, টিকাটুলিস্থ বাসবভনে শুরু হওয়া কার্যনির্বাহী কমিটির মুলতুবিকৃত বর্ধিত সভাটি পুনরায় ২০শে এপ্রিল ২০২৫ সকাল দশটায় দলের প্রধান কার্যালয়ে সমাপ্ত হয়। জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও সহযোগী সংগঠনের প্রধান নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। আলোচ্য সূচী অনুযায়ী একে একে নির্বাহী কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে মতামত রাখেন খুলনার ওয়াজের আলী মোড়ল, এম.এম ইসলাম আলী, চট্টগ্রামের মো. লিয়াকত আলী, কাজী নাজমুল হাসান সেলিম, মাওলানা জহুরুল আনোয়ার, ময়মনসিংহের আকবর হোসেন পাঠান ও মো. হাশমতউল্ল্যাহ শেখ, কুমিল্লার তাজুল ইসলাম, হবিগঞ্জের আমিনুল ইসলাম বকুল, সিলেটের আনোয়ার উদ্দিন বেরাহানাবাদী, বরগুনার মিঞা মো. আলআমিন, কুড়িগ্রামের খায়রুল আলম, ঢাকার মো. মাসুদ রানা, কাজী এ.এ কাফী, মামুনুর রশিদ, ফকির জসিমউদ্দিন, শেখ নিজামউদ্দীন, পিরোজপুরের মো. নূর আলম, পটুয়াখালীর মশিউর রহমান কায়েস, নীলফামারীর কাজী আশফাক, নারায়নগঞ্জের মো. ওয়াহিদুজ্জামান, গাজীপুরের সৈয়দ আ. হান্নান নূর, বাগেরহাটের শেখ এ সবুর, ফেনীর কাজী আ. রহিম শাহেদ, নাটোরের আমির হোসেন সরকার ও সোনাভান বিবি, পাবনার মহিউল আলম শেলী, রংপুরের কাজী লুৎফর রহমান, চাঁদপুরের মাহবুবুর রহমান ভূঁইয়া ও ফারুক আহমেদ প্রমুখ।

সভায় আগামী ১০ই মে, ২০২৫ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের দশম জাতীয় কাউন্সিল অধিবেশন আহবান করার সিদ্ধান্ত সহ বেশ কিছু সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২২শে মার্চ ২০২৫, ভারতীয় এজেন্ট হিসাবে অভিযুক্ত জনৈক নুরুজ্জামান মুন্নার পরামর্শে দলকে বিভক্ত করার লক্ষ্যে অবৈধভাবে কাউন্সিল অধিবেশন করার অপচেষ্টার জন্য নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ীর সকল দলীয় পদ-পদবী অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। সদস্যবৃন্দ দলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন রশিদ ও দলীয় মহাসচিব কাজী আবুল খায়েরকে দলীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে দশম জাতীয় কাউন্সিল আয়োজক কমিটি গঠন করার দায়িত্ব দিয়ে যায়।

সাবেক সভাপতির, দলের নির্বাহী কমিটির কোন সভা আহ্বানের এখতিয়ার না থাকা, নির্বাহী সদস্যদের কোন নোটিশ না দিয়ে বহিরাগতদের নির্বাহী কমিটির সদস্য সাজানো, বিনা কোরামের মত নানা অনিয়মে ভরা গত ১৫ই এপ্রিল ২০২৫, অনুষ্ঠিত কথিত মুসলিম লীগ নির্বাহী কমিটির উদ্দেশ্য প্রণোদিত সভাটিকে দল বিভক্তির অপচেষ্টা, অবৈধ ও অগঠনতান্ত্রিক অভিহিত করে উক্ত সভায় গৃহীত দীর্ঘদিনের নির্বাচিত মহাসচিবকে অব্যাহতি দেয়া সহ গৃহীত সকল সিদ্ধান্তকে প্রত্যাখ্যান ও অবৈধ ঘোষণা করে। সভার শুরুতে গাজা উপত্যকায় মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি