News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-04-28, 9:57pm

fwerwerw-1960247bf5f548f067d5dc2c327474f31745855838.jpg




বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিয়ানমারে যুদ্ধ চলছে। আপনারা জানেন, রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করছে। তাদের ফিরিয়ে দিতে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা রোহিঙ্গাদের নিয়ে সমস্যায় পড়ে আছি।’

সোমবার (২৮ এপ্রিল) ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগের এ সব কথা বলেন ফখরুল। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আরাকান সেনাবাহিনীকে মানবিক করিডোর দেয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের প্রয়োজন ছিল; যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তা করেননি।’

ফখরুল বলেন, ‘দেশের উন্নয়ন করে মানুষ। আর কিছু মানুষ আছে দেশের সম্পদ লুট করে। প্রফেসর ইউনুস কোনো রাজনীতির লোক না। তার পরও তাকে দায়িত্ব দেয়া হয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। স্বাধীনতার ৫৩ বছরেও শান্তিপূর্ণভাবে আমরা ভোটের ব্যবস্থা করতে পারছি না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আইনের শাসন চাই। যারা দোষ করবে তাদের যেন বিচার হয়। আওয়ামী লীগ কাউকে ছাড়েনি। আলেমদেরও ছাড়েনি। হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম ঠিক করে পালন করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আগে সাংবাদিকরা কথা বলতে পারেননি। ডিজিটাল আইনে জড়িয়ে দিতো। এখন তারা কথা বলতে পারছেন। আজ আমাদের ছেলেরা রক্ত দিয়েছেন বলেই নতুন করে সুযোগ এসেছে দেশটাকে সুন্দর করার।’

ফখরুল বলেন, ‘ছয় বছর জেল খেটেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে এমন একটি জায়গায় রেখেছিল যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতো। আওয়ামী লীগ সরকারই তা করেছে।’

আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ দেখতে চাই জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা যে বাংলাদেশ তৈরি করে দিয়েছে। আমরা চাই ছেলেরা যেনো শান্তিতে বসবাস করতে পারে। যেনো গুমের শিকার না হয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভাই বলে সম্বোধন করেছি। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে চাই। একসঙ্গে বসবাস করতে চাই। বিএনপি বিশ্বাস করে, সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে।’

দেশ স্বাধীন হয়েছে তবে এখনো অধিকার পাইনি জানিয়ে ফখরুল বলেন, ‘ভোট দিয়ে আমরা সরকার গঠন করবো। আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি।’

মহাসচিব বলেন, ‘আমরা সংস্কার চাই, তবে তার সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করা; প্রতিনিধি নির্বাচন করা দরকার। দেশের স্বার্থে মানুষের নিরাপত্তার স্বার্থে, আমরা মনে করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’

তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষ আমরা সবসময় বঞ্চিত। আমরা চাই বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি পালিয়ে যাইনি। আমি ন্যায়ের পথে থাকবো যতদিন বেঁচে থাকবো। সবাই মিলে মানুষের জন্য সবার জন্য কাজ করবো।’