News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-03, 7:18pm

d6dd80d825ff79862009a821b9d3585315f09d8911bba71f-0b3b74509dae8f5db86ef8aa546be3101746278312.jpg




বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরবেন আগামী ৫ মে সোমবার। তার এই দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

ইংল্যান্ডের হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে সোমবার খালেদা জিয়া প্রথমে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় খালেদা জিয়ার সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী চিকিৎসক জোবাইদা রহমানও আসবেন।

তাদের বহনকারী বিমানটি সকাল ৯ টায় বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় অবস্থান করবেন বেগম খালেদা জিয়া।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জানান, এ দিন সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নিজ নিজ ব্যানার সহকারে সকাল ৮ টার মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সময়।