News update
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     
  • Chemical fertilizer overuse threatens soil health in northern BD     |     
  • C.A. Yunus expresses concern, sympathy over Korail slum fire     |     
  • UNAIDS Warns of Deepest HIV Response Setback in Decades     |     

কুয়াকাটায় পর্যটক হেনস্থার অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতি বহিষ্কার

রাজনীতি 2025-05-08, 11:56pm

img-20250508-wa0024-ea9078b7e2626d6e780017053a1726e51746727008.jpg

Kuakata ward Juba Dal president Md Belal Hossain.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর করার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

জানা গেছে, গত সোমবার ( মে) মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল ব্লু বার্ড- একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে। হোটেল কক্ষে তালাবদ্ধ হয়ে পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করেন। পরের দিন সকালে পুলিশ পর্যটক তুহিনকে উদ্ধার করে। সময় ঘটনাস্থল থেকে জনকে আটক করে পুলিশ। ঘটনায় তুহিন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এঘটনার সাথে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. বেলাল হোসেন জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় পটুয়াখালী জেলা যুবদল তাকে বহিষ্কার করে।

বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন বলেন, বিএনপি' ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ