News update
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     
  • Arab Allies Urge Restraint as Trump Presses Iran Talks     |     
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     

আ.লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-09, 8:56pm

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951746802560.jpeg




গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম লিখেছেন, প্রথমত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয়ত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

একই স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বর্তমানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ-আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’,  ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দিচ্ছেন। আরটিভি।