News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে সিলেটের পাথর কোয়ারি খোলা হবে

সিলেটে বিশাল জনসভায় মুফতি সৈয়দ ফয়জুল করীম

রাজনীতি 2025-05-11, 11:43pm

mufti-fayezul-karim-nayebe-amir-of-islami-andolan-bangladesh-addressing-a-party-rally-in-sylhet-on-sunday-9be7482ac2c13a92639640e29d59b2bd1746985390.jpg

Mufti Fayezul Karim, Nayebe Amir of Islami Andolan Bangladesh addressing a party rally in Sylhet on Sunday.



ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই অন্তর্র্বতী সরকারের উদ্দেশ্যে বলেছেন, সিলেটের পাথর কোয়ারি অবিলম্বে খুলে দিতে হবে। ভারতের পা চাটা আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থেই সীমান্তবর্তী সিলেটের পাথর কোয়ারি বন্ধ করে রেখেছিল। আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই এটা বন্ধ করে রাখা হয়েছে। এই পাথর আমাদের, আমরা পাথর তুলবো, প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে সিলেটের পাথর কোয়ারি খোলা হবে।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নজির আহমদের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাটের কৃতী সন্তান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ নজীর আহমদ, মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, মুফতি আবু তাহের মিসবাহ, আরিফুল ইসলাম শামীম, মুফতি সাঈদ আহমদ, আলহাজ ফজলুল হক, মাওলানা বদরুল হক, মাস্টার বিলাল আহমদ, সেক্রেটারি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, ফজলে রাব্বি, মাওলানা মনোয়ার সিদ্দিকী, মাওলানা সেলিম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন- আগামীর বাংলা হবে ইসলামের বাংলাদেশ। সব প্রতীক দেখা শেষ এবার হাতপাখার বাংলাদেশ। এ সময় তিনি রেজাউল করিম আবরারকে আগামী সংসদে পাঠাতে সকলের সহযোগিতা কামনা করেন।

মুফতি রেজাউল করিম আবরার বলেন, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতেই হবে। শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে এ সংস্কার পাস করতে দেয়া হবে না। তিনি বলেন, সিলেটের কানাইঘাট বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজেলা। এ উপজেলার প্রধান সমস্যা গাজী বুরহান উদ্দিন রাস্তা সংস্কারে আমরা কাজ করছি। আশা করি- এটা দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। এ ছাড়া, তিনি উপজেলার গাছবাড়ী ও মুলাগুল বাজারে পুলিশ ফাঁড়ি নির্মাণ, বৃহত্তর জৈন্তার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপনের দাবি জানান। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামপন্থিদের ভোটের বাক্স একটিই থাকবে উল্লেখ করে বলেন, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। সব দেখা শেষ এবার ইসলামী দলের বাংলাদেশ। - প্রেস বিজ্ঞপ্তি