News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সাবিলা নূর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-04, 12:02am

867ee50f5b6de2f1fefb9368bc3181ca06fc03ac26c8fefa-a5189535c1783068a7af115c8b161f341748973760.jpg




সিনেমাপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ দেখার। গত ১৮ মে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। এই সিনেমার আকর্ষণ ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। তিনি মেগাস্টার শাকিবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন। তিনি জানালেন শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা।

মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব-সাবিলার ‘তাণ্ডব’ ঘিরে ইতিমধ্যে ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠে গেছে। এরই মধ্যে মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান। ‘লিচুর বাগান’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো নাচলেন সাবিলা নূর।

যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। আর দর্শকদের ভালোবাসায় দারুণ খুশি সাবিলা। প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ। শাকিব খানে যেন মুগ্ধ সাবিলা!

‘তাণ্ডব’ মুক্তির আগে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর।

গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুই তো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি।

সে ক্ষেত্রে ভয় ছিল। প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই।

সাবিলা নূর বলেন, ‘উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।’

সাবিলা আরও বলেন, ‘যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে ওনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এত বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান- এই ব্যাপারটা ওনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।’

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।