News update
  • UN Urged to Tackle AI Bias Through Global Ethical Standards     |     
  • US Firm to Build Bangladesh’s First Gigawatt Solar Hub     |     
  • Joint Forces Recover 12,000 Cubic Feet of Stolen Stones in Sylhet     |     
  • E-Return Filings Near 100,000 in First 10 Days of Tax Season     |     
  • Fiji’s Truth Commission Seeks Healing After Decades of Turmoil     |     

ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো হবে: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-07, 5:25pm

img_20250607_172326-72f8aec442bc8951995168e7001214871749295527.jpg




ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।

এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সংগঠনের নেতারা।