News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মার্কিনীদের ইরান হামলা বিশ্বযুদ্ধের বার্তা ও জাতিসংঘ অকার্যকর ঘোষণার শামিল

-মহসীন রশিদ সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ

রাজনীতি 2025-06-22, 8:13pm

adv-mohsin-rashid-president-and-kazi-abul-khair-secrretary-geenral-of-bangladesh-muslim-league-_11zon-b9043c9042ddbb1e385a12aac1a03c7a1750611354.jpg

Adv Mohsin Rashid, President and Kazi Abul Khair, secrretary geenral of Bangladesh Muslim league.



ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম বার্তা ও জাতিসংঘকে অকার্যকর ঘোষণার শামিল বলে এ বর্বরতার বিরুদ্ধে গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাড. মো. মহসীন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের।

আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশ্ব মানচিত্রের বিষফোড়া ইসরায়েলের হামলার বিপরীতে যখন ইরান আত্মরক্ষায় নিয়োজিত এরকম সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে বিমান হামলা করে নিরীহ মুসলমানদের হতাহত করা ইতিহাসে জঘন্যতম বর্বরতার নজীর হয়ে থাকবে। এই বিবেক বিবর্জিত ঘটনা কার্যত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ ঘোষণার শামিল।

মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনায় আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নীতিমালা, বৈশ্বিক নিয়ম-নীতি, সভ্যতা সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। বিশ্ব নেতৃবৃন্দ এরকম অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না জানালে জাতিসংঘ কেন্দ্রিক বিশ্ব-ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধকে হাতছানি দেবে। ইরাক, আফগানিস্তান, মিশর, লিবিয়া, সিরিয়া, বারবার শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বিধায় মুসলিম রাষ্ট্র সমূহের ঐক্যবদ্ধ ভাবে এ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান নেতৃদ্বয়। - প্রেস বিজ্ঞপ্তি