News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

নতুন শিক্ষা ব্যবস্থার দাবি শিবির সভাপতির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-19, 5:18pm

074813e1d56f62f615ca0d7a6204f72668332931e487b496-6e66f30f384c8a1610a227b9995f39371752923906.jpg




স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও জাতিসত্তার ইতিহাস ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবিরের সভাপতি বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গণগুলোকে গত ১৫ বছর সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য পরিণত করা হয়েছে। এবার নতুন বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ ও এ দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে দুঃখজনক হলেও সত্য যে এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের কমিশন গঠন করা হয়নি। অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মধ্য দিয়ে একটি জাতি অগ্রসর হয়। কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গ্লানি টানতে হচ্ছে।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে আজ এ সমাবেশ থেকে বলছি, অতিসত্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, জাতিসত্তার ইতিহাস ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র-জনতার প্রাণের দাবি, শিক্ষাঙ্গণগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টালবাহানা চলছে। তাই আমাদের দাবি, অতিসত্বর ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি বলেন, জুলই যেমন আমাদের জন্য ছিল কষ্ট, নির্মমতা আর নিষ্ঠুরতা, তেমনি জুলাই ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস। কিন্তু আজ শহীদ পরিবারগুলোকে আর্তনাদ করে বলতে হয়, তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল, এখনও সেই পরিবারগুলো তা পাচ্ছে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনার স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসেননি। ছাত্র-জনতার রক্তের ওপর আপনারা ক্ষমতায় বসেছেন। এজন্য আমাদেরকে সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না। অতিসত্বর জুলাই সনদ ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যেই শহীদ ও গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে।