News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান : নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-28, 8:14am

naahid-a1dc2b3134949dc0f9adf006c059a3db1753668889.jpg




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। এমন একটি দেশ তৈরি হবে যেখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু ভেদাভেদ থাকবে না।

রোববার (২৭ জুলাই) রাতে জামালপুরে হযরত শাহ জামাল (র:) এর মাজার পরিদর্শন ও জিয়ারত এবং প্রায় চারশ বছরের প্রাচীন দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপির এ আহ্বায়ক বলেন, বাংলাদেশে কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আর আসবে না। আমাদের মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় গিয়ে সবাই নির্বিঘ্নে, নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবে। প্রতিটি জাতির ধর্মীয়, সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা তার পক্ষে কথা বলছি।

নাহিদ ইসলাম আরও বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। আমরা সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা নিশ্চিত করতে পারিনি। যেহেতু তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে, আমরা চাই সেই বাংলাদেশ নির্মাণ করতে।

সোমবার (২৮ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নিতে রোববার রাতে শেরপুর থেকে সড়কপথে জামালপুরে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এরপর রাতেই তারা হযরত শাহ জামাল (র:) এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শনে বের হন।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও মূখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দ রোববার রাতে জামালপুরে রাত্রিযাপন করবেন। সোমবার (২৮ জুলাই) সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর শহরের গেইটপাড় থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দুপুরে তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন।