News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

দোয়া নিতে ছারছীনা পীরের সঙ্গে দেখা করলেন সালাহউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-30, 7:37am

4e1ff315ad42b4a9d91459d0ac590a100679d01763a81451-9dfd61139bc512d55ccda7adeb55b7781753839438.jpg




ছারছীনা দরবার শরীফের পীর সাহেব শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বনানীর খানকায়ে ছারছীনা দরবারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সালাহউদ্দিন ছারছীনা দরবার শরীফের পীরের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া নেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, ‘এই সাক্ষাতের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি হুজুরের সঙ্গে কেবল দোয়া ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবও একাধিকবার ছারছীনা দরবার শরীফে এসেছিলেন এবং পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।’