News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

এআই কনটেন্ট প্রভাব ফেলবে নির্বাচনে: এনসিপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-30, 7:08pm

f8519bb10601c3bba42191debad09c98ac722e5323cc7896-198c4f0622a6d497d5d8330d19c34ab41753880935.jpg




নির্বাচনি প্রচারণায় এআই দিয়ে বানানো কনটেন্ট নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৩০ জুলাই) প্রধা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন এনসিপির যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ।

তিনি বলেন, ফেক নিউজ বা এআই জেনারেট কনটেন্ট নির্বাচনে বিরূপ প্রভাব ফেলছে। এটা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে কথা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আজকে আলোচনা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে। প্রধান উপদেষ্টা তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এমন কথা জানালেও এখনো কোনো আপডেট পাচ্ছেন না প্রবাসীরা। এ অবস্থায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। 

এ সময় প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে নিয়মিত ব্রিফিংয়েরও দাবি জানান এই এনসিপি নেতা। তিনি বলেন, ভোটাধিকারসহ বিভিন্ন বিষয়ে সংশয় আছে প্রবাসীদের। ভোটাধিকার নিশ্চিত করতে এবং অগ্রগতি জানাতে যেন ২ সপ্তাহ পরপর ব্রিফিং করা হয় এমন প্রস্তাব ছিল আমাদের। সিইসির কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।

অনেক প্রবাসী ভোটার আছেন, যাদের এনআইডি নেই। কোথায় গিয়ে এসব কার্যক্রম সম্পন্ন করবেন, সেসব নিয়ে তাদের জন্য যেন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হয়, সে দাবিও জানান এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ।