News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রকাশ করছে কিছু কুচক্রী মহল: রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-02, 8:03am

2a8aeb474ff11c3129b50c8f85e02cf27e47119a10e0fa9e-ee235707846e5657f5123050ded08d8d1762049000.jpg




জনমনে বিভ্রান্তি তৈরি করতে কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (১ নভেম্বর) তার স্বাক্ষর করা গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে রিজভী আরও জানান, কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও গণমাধ্যমে প্রকাশ করছে। সেখানে দেখানো হয়েছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রাথীদের চূড়ান্ত তলিকা ঘোষণা করেছেন। এ ধরণের ভিডিও শুধু অসত্যই নয় এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।

দেশের জনগণসহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরণের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান রুহুল কবীর রিজভী।