
Kazi Abul Khair Muslim League Secretary General.
শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ এবং এ ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ। আজ (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরো জাতি যখন বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এরকম সময়ে জুলাই অভ্যুত্থানের ধারক ও বাহক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত ভাবেই নির্বাচন বানচাল চেষ্টার সাথে সম্পর্কিত বলে ধরে নেয়া যায়।
অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই মর্মান্তিক ঘটনার পরিকল্পনাকারী সহ জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসে নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসমুক্ত নির্বাচনী মাঠের নিশ্চয়তা দিতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এই তরুণ উদীয়মান নেতা জনাব হাদীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে মুসলিম লীগ মহাসচিব বলেন, জনাব হাদী ভারতীয় ফোন নম্বর থেকে বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন, তা জানার পরেও সরকার ও দেশের গোয়েন্দা সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে না নেয়াটা দুঃখজনক। তার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানিয়ে জনাব কাজী আবুল খায়ের বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুস্থ রাখতে জনাব হাদীর মত নির্ভীক তরুণরাই জাতীর প্রধান ভরসা। দেশের জন্যই হাদীকে সুস্থ হয়ে উঠতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি