News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ, বেশি নিলেই শাস্তি

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-07-01, 7:39am

44b72732858d50e200c2ba1baffc7daa36d401a7e9a43e9f-577be9b9dca066c7d9d463499335360d1751333961.jpg




ডেঙ্গু শনাক্তে বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় অধিদফতরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসই-এর জন্য সর্বোচ্চ ৩০০ টাকা নেয়া যাবে। অন্যদিকে আইজিজি ও আইজিএম- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়া সিবিসি পরীক্ষায় গুনরেত হবে ৪০০ টাকা।

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এরপরও বাড়তি ফি নেয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়।