News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

২৪ ঘণ্টায় ২২৪টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-07-07, 7:32am

849fa5202d923f5a51886315fb7fc0916ea6ee6b47cca09e-ac564427515b1ac6209ff5e3134f2b271751851951.jpg




মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২২৪টি নমুনা পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে। তারা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা, তবে কেউ মারা যায়নি।

রোববার (০৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার (০৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকার ৮টা র্পন্ত গত ২৪ ঘণ্টায় ২২৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে।

চলতি বছরে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জন মারা গেছেন বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের বার্তায়।

চলতি বছর এখন পর্যন্ত ৬২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও তিন জন। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়। তাদের দুজন শেভরন ডায়াগনস্টিক সেন্টার এবং একজন এপিক হেলথ কেয়ারে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

গত জুন মাসের শুরু থেকে চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন সাত জন।