News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-07-08, 6:30pm

222721eebc722fa1207486c9f76e4ae90b0be2510b4bef27-c71e407507923f04de4c74178a59bf301751977853.jpg




চট্টগ্রামে এক পুরুষ ও এক নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাতে নগরীর বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষায় এ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সময় সংবাদকে বলেন, ‘বেসরকারি এপিক হেলথ কেয়ারে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

শনাক্ত হওয়া দুজন হলেন মো. জাবেদ (৪২) ও রিফাত আরা (৪২)। তাদের দুজনকেই চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল্লাহ ও ডা. মো. নুরুন্নবী নিজ নিজ চেম্বার থেকে পরীক্ষা করাতে পাঠান। পরীক্ষার পর রিপোর্টে জিকা ভাইরাসের অস্তিত্ব মেলে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

আক্রান্ত পুরুষ রোগীর উপসর্গ হিসেবে ছিল জ্বর, শরীর ব্যথা ও ত্বক লালচে হয়ে যাওয়া। অপরদিকে নারী রোগীর ছিল জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার লক্ষণ।

চিকিৎসকেরা জানান, জিকা ভাইরাসে সাধারণত ডেঙ্গুর মতো তীব্র জীবনঝুঁকি থাকে না। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে, কারণ এতে অনাগত শিশুর শারীরিক গঠনে প্রভাব ফেলতে পারে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জিকা সংক্রমণের বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।