News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধি দল

গ্রীণওয়াচ ডেস্ক শল্যচিকিৎসা 2025-07-25, 8:10am

ciiner_prtinidhi_dl_0-ca81517f79ec4c15f94e5f27559c3ed41753409427.jpg




রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে গত ২১ জুলাই যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে এবার ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, হুবেই প্রদেশের উহান থার্ড হাসপাতালের দুজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন নার্স রয়েছেন এই প্রতিনিধি দলে। তাদের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম।

চীনের মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রতিনিধি দল শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন। প্রয়োজন হলে তারা চীনে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন।

এদিকে, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) করেছে। বাংলাদেশ সরকারের অনুরোধে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে বুধবার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় আসে।