News update
  • Dhaka’s air “very unhealthy” Thursday morning     |     
  • Transformer thefts in Bagerhat cause widespread power outage     |     
  • UN report on atrocities During July Uprising by mid-February     |     
  • ACC to inquire officials involved in 2018 Nat’l Polls ‘manipulation’     |     
  • Murdoch's UK tabloids offer rare apology: legal settlement with Prince Harry     |     

শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তি হবে একসঙ্গে: শিক্ষা উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-01-23, 9:54am

erewrwer-f230139f6fbf8d4cf29c82212ff040e91737604440.jpg




শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আর্থিক লেনদেন প্রতিরোধে বেসরকারি শিক্ষকদের নিয়োগ এবং এমপিও ভুক্তি একই সঙ্গে করা হতে পারে। আগে শিক্ষাভবনে এমপিওভুক্তি দেওয়া হলেও এখন তা মাউশির নয়টি অঞ্চলে দেওয়া হচ্ছে। তারপরও দুর্নীতি ও অর্থ লেনদেন হলে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ ও এমপিওভুক্তি একসঙ্গে সম্পন্ন করা হবে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পরিকল্পনা কমিশনের সভাকক্ষে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ইরাব)-এর নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন তিনি।

শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এসব কারণ এখানে পুরনোদের বদলি করে এবং সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপর বিভিন্ন জায়গা বিভিন্ন কম্পোনেন্টে আরও বহুকিছু মেরামত করতে হবে।

‘শিক্ষা কমিশন’ বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয় মন্তব্য করে তিনি বলেন, তাই আমি যেটা করবো তাকে ‘শিক্ষা কমিশন’ বলতে চাচ্ছি না।

শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনে সমাধান করা সম্ভব না দাবি করে তিনি আরও বলেন, আমি মন্ত্রণালয়ে একবার বলেছি, সেটাকে দুর্নীতি মুক্ত করতে চাই। সেটি মন্ত্রণালয়ের সবাই শুনেছে। কিন্তু শিক্ষার অধিদপ্তরগুলোতে যায়নি। সেখানে গিয় প্রথমে সর্তক করতে হবে। তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে। আরটিভি