News update
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     

বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-06-02, 7:00pm

4er23523-865dd603bc7093e3f7ff3fc9caa770511748869241.jpg




চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি পদে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমাদান প্রক্রিয়া গত ১ জুন থেকে শুরু হয়েছে, যা চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে যারা ২৫ জুনের পর ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার (অর্থাৎ ২৮ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত) মধ্যে ফি জমা দিতে পারবেন।

বিশেষ এই বিসিএসের এমসিকিউ পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

পিএসসি জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

পরীক্ষার ধরন ও পরীক্ষার নম্বরের বিষয়ে পিএসসির একজন কর্মকর্তা বলেন, ৪৮তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০, সাধারণ বিষয়ে ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সাধারণ বিষয়ে ১০০ নম্বরের বণ্টন হবে- বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।আরটিভি