News update
  • Divergences continue over Global Stocktake negotiations     |     
  • BNP not to take responsibility if CA goes beyond signed charter: Khosru     |     
  • CA’s speech fails to meet public expectations on referendum: Parwar     |     
  • Global TB Cases Decline for First Time Since Pandemic     |     
  • 37 Killed as Bus Plunges into Deep Ravine in Southern Peru     |     

ফোজিত শেখ বাবু’র শিক্ষায় সফলতামূলক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

বঙ্গবন্ধুর পরিকল্পনায় সকলের জন্য শিক্ষা গ্রহন বাধ্যতামূলক হয়েছে - আরেফিন সিদ্দিক

শিল্প-কারুশিল্প 2024-01-01, 9:26am

a-photographic-exhibition-on-shikhyay-sompritir-bangladeshof-fojit-sheikh-babu-was-opened-in-front-of-jatiya-press-club-on-sunday-31-dec-2013-d78c99de50cbbda5892bb823dbdfc7761704079566.jpeg

A photographic exhibition on Shikhyay Sompritir Bangladeshof Fojit Sheikh Babu was opened in front of Jatiya Press Club on Sunday 31 Dec 2013.



ঢাকা: আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু’র আয়োজনে ৩১ ডিসেম্বর, রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সহ বিশে^র সকল দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী ও ট্রাইবাল জাতিগোষ্ঠীর) নিজস্ব ভাষা সংরক্ষণ ও তাদের পাঠ্যপুস্তক প্রদানের দাবিতে শিক্ষায় সফলতামূলক আলোকচিত্র প্রদর্শনী “শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ” ফিতা কেটে উদ্বোধন করেন আলোকচিত্র শিল্পীর মাতা ফজিলা বেগম। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও লায়ন গনি মিয়া বাবুল, সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সহ আমন্ত্রিত অতিথিরা।   

বর্তমান আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শিক্ষায় সফলতার চিত্র তুলে ধরে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি, ঢাকা বিশ^বিদ্যালয় বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদন্ড এবং শিক্ষার উপর ভিত্তি করেই বর্তমান এ প্রজন্ম শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধুর পরিকল্পনায় সকলের জন্য শিক্ষা গ্রহন বাধ্যতামূলক করা হয়েছে। 

আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে শিক্ষা ও ভাষা অনুরাগী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর সংরক্ষিত সকল ভাষার বই বিতরণের মহৎ কর্মযজ্ঞ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার আশা করছে। 

উল্লেখিত আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি, ঢাকা বিশ^বিদ্যালয়। সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যক অধ্যাপক রোকেয়া বেগম। 

আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. জিয়া রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়, অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু, সভাপতি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, শিক্ষক নেতা অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু, সাবেক সংসদ সদস্য, লায়ন গনি মিয়া বাবুল, সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, মুশফিকুর রহমান মিন্টু, সভাপতি বঙ্গবন্ধু শিশু কল্যান পরিষদ, সমাজসেবক ও রাজনীতিবিদ ক্যান্সার গবেষক অধ্যাপক ডাঃ এস এম সারোয়ার প্রমুখ। 

তিন দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আলোকচিত্র প্রদর্শনীতে সৌজন্য সহযোগিতায় ছিলেন, আবুল হোসেন জুম্মন, রাদিয়া ইসলাম মিষ্টি, আতিকুর রহমান জনি। - প্রেস বিজ্ঞপ্তি