News update
  • 700 sued over lynching of 2 people in Rangpur     |     
  • Non-intake of vegetables by BD children fuel Health Crisis     |     
  • 5 Al Jazeera journos killed in Israeli strike on Gaza City     |     
  • Cluster homes becoming popular in Kurigram char areas      |     
  • UNSC meet in emergency session, amid starvation in Gaza     |     

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-02-28, 4:40pm

img_20250228_163933-ebc061750f63e4f26deceeadffe1f8141740739258.jpg




শেষ হচ্ছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। এবছর আর বাড়ছে না অমর একুশে বইমেলার সময়। আজ পর্দা নামছে বাঙালির প্রাণের উৎসব বইমেলার। তবে ছুটির দিন হিসেবে বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোজাসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এবার বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না। নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। শুক্রবার যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ দিন, সে অনুযায়ী শুক্রবার এবারের বইমেলার শেষ দিন হবে।

এবারের বইমেলা নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এবারের বইমেলার আয়োজনসহ সব ব্যবস্থাপনাতেই ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে সবকিছুকে পাশ কাটিয়ে আমরা বইমেলা করতে সক্ষম হয়েছি। এটাই হচ্ছে বড় সাফল্য।

তিনি আরও বলেন, বইমেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। বইমেলা কিন্তু শুধুমাত্র বই বিক্রির হাট নয়। এটি একটি মানুষের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনের জায়গা। লেখক-পাঠকের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা। সবকিছু মিলিয়ে বইমেলা হচ্ছে একটি সাংস্কৃতিক ইভেন্ট। সেজন্য, বইমেলাকে শুধু বইমেলা নামেই আমরা ডাকি না। আমরা বলি মিলনমেলা। সে বিবেচনায় বলতে পারি বইমেলা সফল হয়েছে।

বাংলা একাডেমির নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন ভবিষ্যতে করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বইমেলার আয়োজন বাংলা একাডেমির এককভাবে করতে পারে। ইতোপূর্বে আয়োজন করেছে। তবে এবার সময় স্বল্পতার কারণে ইভেন্টের ওপর নির্ভর করতে হয়েছে। তবে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন করার ব্যাপারটিও বিবেচনায় রেখেছি। এছাড়া, নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা করলে ভালো হবে কি না সেটি পুনর্বিবেচনা করে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আরটিভি