News update
  • Sundarbans fire contained after nearly 30 hours     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Tuesday morning     |     
  • Two killed as tractor hits auto-rickshaw in Joypurhat     |     
  • 16 people killed in Israeli air strikes in Rafah     |     
  • Team assigned to check at night if fire reappears in Sundarbans     |     

কওমী মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করুন -পীর সাহেব চরমোনাই

সংগঠন সংবাদ 2021-08-08, 1:54pm

syed-rezaul-karim-pir-shaheb-charmonai-c7dfa0ecb30d6e5589c360807a3e5f691628409290.jpg

Syed Rezaul Karim, Pir Shaheb, Charmonai



স্বাস্থ্যবিধি মেনে কওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। মাদরাসার পরিবেশ ভিন্ন, ছাত্ররা আবাসিক থাকে, মাদরাসার ছাত্ররা সহজেই রাস্তায় বের হয় না। কওমী মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের তুলনা চলে না। তারা রাত-দিন নামাজ, কুরআন পড়ে। তারা চোখের পানি ফেলে শেষ রাতে। আল্লাহর কাছে বিশ্ববাসীর জন্য দোয়া করে। এই চোখের পানির জন্যই আল্লাহ রব্বুল আলামিন এই দেশ ভাল রেখেছেন।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্ব মহামারি করোনার এই কঠিন সময়ে খেটে খাওয়া অসহায় এবং কর্মহীন মানুষের প্রতি মানবিক আচরণ করতে হবে। আল্লাহর রহমত ছাড়া এই বিপদ থেকে মুক্তি অসম্ভব। লকডাউনে যাতে কোনোভাবে গরিব মানুষ নির্যাতিত না হয়, সেদিকে প্রশাসনকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ, মজলুম মানুষের কান্নায় আল্লাহর আরশ কেঁপে ওঠে।

তিনি আরো বলেন, মাদরাসাগুলো খুলে দিয়ে আল্লাহর ইবাদতের পরিবেশ তৈরি করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দেশকে বিপদ-আপদমুক্ত করবেন, ইনশাআল্লাহ। - প্রেস বিজ্ঞপ্তি