News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

“শিশুর যৌন নির্যাতনঃ আমাদের বোঝার সীমাবদ্ধতা ও প্রাতিষ্ঠানিক অক্ষমতা”

সংগঠন সংবাদ 2022-08-11, 12:24am

Sexual harassment of children



নারী মুক্তির আন্দোলনের ইতিহাস ও বিভিন্ন মাত্রা নিয়ে যুবদের চিন্তা-ভাবনা জানতে ও বুঝতে নারীপক্ষ “শোন বন্ধু শোন” শিরোনামে নতুন এক বছরব্যাপী আলাপচারিতার উদ্যোগ নিয়েছে যা বিগত বছরের  "সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে" প্রজন্মান্তরে আলাপচারিতারই ধারাবাহিকতা । এর মূল উদ্দেশ্য হল বিষয়ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে যুব সমাজের সাথে সেতুবন্ধন করা যাতে একে অপরের আন্দোলনে, সংগ্রামে আমরা কাঁধে কাঁধ রাখতে পারি।  

আলাপচারিতার প্রথম পর্বে আগামী ১ ভাদ্র ১৪২৯/১৬ আগষ্ট ২০২২, মঙ্গলবার, সন্ধ্যা ৬.০০ টায় “শিশুর যৌন নির্যাতনঃ আমাদের বোঝার সীমাবদ্ধতা ও প্রাতিষ্ঠানিক অক্ষমতা” বিষয়ক আলোচনা আয়োজন করা হয়েছে – যা অন্তর্জালে অনুষ্ঠিত হবে এবং নারীপক্ষ’র ফেসবুক পেজ (https://www.facebook.com/Naripokkho) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

জুম আলাপচারিতায় যুক্ত হবার লিংক নীচে দেয়া হল: 

https://us02web.zoom.us/j/83923758104?pwd=d0pPeXQ2S25QdjQ2OTA5bFZsQm5iZz09

Zoom Meeting ID: 839 2375 8104  || Passcode: 491677

এই আলাপচারিতায় অংশ নেবেনঃ

আনতারা ফারনাজ খান, যুব নারীবাদী, নির্বাহী পরিচালক, অরোধ্য ফাউন্ডেশন

রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স

এ এম জামিউল হক (ফয়সাল), আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আন্জুমান পারভীন অভি, শিশু বিকাশ বিশেষজ্ঞ

সঞ্চালনায় দূর্দানা ফরিদ, যুব নারীবাদী, প্রকল্প ব্যবস্থাপক, অরোধ্য ফাউন্ডেশন

আপনাদের সকলের, যুব কি প্রৌঢ় বা মধ্য বয়স্ক, সকলের অংশগ্রহণ, গঠনমূলক মতামত ও সহায়তায় “শিশুর যৌন নির্যাতনঃ আমাদের বোঝার সীমাবদ্ধতা ও প্রাতিষ্ঠানিক অক্ষমতা” বিষয়ক আলাপচারিতা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করছি।

তামান্না খান, আন্দোলন সম্পাদক, নারীপক্ষ