News update
  • Two children drown in mountain stream in Ramu, Cox's Bazar     |     
  • Sundarbans fire: Committee formed to assess biodiversity loss     |     
  • Dhaka stock turnover crosses Tk1000cr after 3 months      |     
  • Heatstroke claims 15 lives in 14 days: DGHS     |     
  • Forest Deptt deploys teams, drones to monitor Sundarbans fire      |     

প্রশাসনে নৈতিকতার পদস্খলন ভয়াবহ রূপ নিয়েছে -পীর সাহেব চরমোনাই

সংগঠন সংবাদ 2021-08-17, 7:34pm

syed-rezaul-karim-pir-shaheb-charmonai-c7dfa0ecb30d6e5589c360807a3e5f691629207249.jpg

Syed Rezaul Karim, Pir Shaheb, Charmonai



ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রশাসনের বিভিন্ন সেক্টরে যেভাবে নৈতিকতার পদস্খলনের ঘটনা বেরিয়ে আসছে তা দেশ ও জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক। নৈতিকতা বির্বজিত শিক্ষার কুফল সর্বত্র পরতে শুরু করেছে। মাদক, অশ্লীলতাও মারাত্মক রূপ নিয়েছে। হাই সোসাইটির অনেকেই বিপথগামী হয়ে উশৃঙ্খল জীবন যাপন করছে। এগুলো রুখতে না পারলে  পারিবারিক বন্ধন বলতে কিছু থাকবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগের ক্ষেত্রেও নৈতিকতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া উচিত। মানুষের নৈতিকতার পদস্খলন হলে যা ইচ্ছে তাই করতে পারে। নৈতিকতা বির্বজিতদের দিয়ে দেশের উন্নয়ণ ও অগ্রগতি সম্ভব নয়।

পীর সাহেব চরমোনাই বলেন, বৈশ্বিক মহামারী করোনার বিষয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে দেশের সকল জনশক্তিকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা ভ্যাকসিন প্রদানে সরকারের খরচে দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়ার দাবি জানান।

কর্মসূচি : কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আগামীকাল ১৮ আগস্ট বুধবার সকাল ১১টায় বরিশাল টাউন হল চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই  - প্রেস বিজ্ঞপ্তি