News update
  • Stocks extend gains as market sentiment turns brighter     |     
  • Massive fire at Gazipur factory; 500 workers evacuated     |     
  • Bangladesh's capital market shows sign of rebounding     |     
  • Record No of first-time voters to vote, AL can’t participate: Yunus     |     
  • Morsalin’s goal marks Hamza Era's first win over India after 22 years     |     

ঝালকাঠিতে ২৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-09-09, 3:40pm




ঝালকাঠি জেলায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল বিকেলের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক সংসদ সদস্য আলহাজ আমির হোসেন আমু। প্রধান অতিথির পক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী এ চেক সংগঠনের সভাপতি সম্পাদকদের হাতে তুলে দেন।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহাপার পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলার ২৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ৫ লাখ ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তথ্য সূত্র বাসস।