News update
  • Dhaka stock turnover crosses Tk1000cr after 3 months      |     
  • Heatstroke claims 15 lives in 14 days: DGHS     |     
  • Forest Deptt deploys teams, drones to monitor Sundarbans fire      |     
  • Sundarbans fire contained after nearly 30 hours     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Tuesday morning     |     

ক্র্যাবের সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক মামুন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-01-11, 12:22am

image-74147-1673363440-3a73cf1965b73b502d8252b5402f60111673374965.jpg




বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৩ নির্বাচনে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন। 

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৫২ ভোট পেয়ে জয়লাভ করেন। একই পদে অপর প্রার্থী আবুল খায়ের পেয়েছেন ১১৪ ভোট ।

সহ-সভাপতি পদে মাসুম মিজান ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন অব্দুল বারী ১০৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট ।

যুগ্ম সম্পাদক পদে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুদ্র মিজান । অপর প্রার্থী নিয়াজ আহমেদ লাবু ১৩১ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল হক খান। অপর প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বকুল আহমেদ ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৪৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এস এম ফয়েজ ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আবু হেনা রাসেল পেয়েছেন ১১৭ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক পদে ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু জাফর। অপর প্রার্থী শেখ কালিম উল্লাহ নয়ন পেয়েছেন ১১৫ ভোট।

প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কল্যাণ সম্পাদক পদে ১৬৬ ভোট পেয়ে ওয়াসিম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শাহীন আলম পেয়েছেন ৯৭ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে তানভীর হাসান ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জাকারিয়া পেয়েছেন ১১৫ ভোট।

কার্যনির্বাহী  সদস্য পদের প্রার্থী ছিলেন তিন জন। ১৭৬ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন, ১৩৫ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন মো. জসীম উদ্দীন এবং ৯২ ভোট পেয়ে তৃতীয় সদস্য হয়েছেন এনামুল কবীর রূপম।

ক্র্যাব কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫ টি পদের মধ্যে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৯৩ জন ভোটারের মধ্যে ২৭৩ টি ভোট পড়েছে।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট পারভেজ খান। অপর সদস্যরা হলেন, দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও বৈশাখী টিভির সিএনই সাইফুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক। তথ্য সূত্র বাসস।