News update
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     

প্রতিটি দিনই হোক নারী দিবস : তথ্য সচিব

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-03-13, 5:35pm

image-82462-1678698501-f5aee685710d5c8faa504df0b52276411678707317.jpg




তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারী দিবসকে একদিনে সীমাবদ্ধ না করে, বছরের প্রতিটি দিন পরিবার, সমাজ, রাষ্ট্র, কর্মক্ষেত্রসহ প্রতিটি ক্ষেত্রে এর চর্চা করতে হবে। তাহলে নিঃসন্দেহে এই দিবসের উদ্দেশ্য সফল হবে।

তিনি বলেন, ‘প্রতিটি দিনই হোক নারী দিবস-তাহলেই পরিবার, সমাজ ও দেশ সুন্দর হবে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংস্থার বোর্ডরুমে বিশেষ সংবাদদাতা মাহফুজা জেসমিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান, প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়–য়া ও রুহুল গনি সরকার জ্যোতি, সিটি এডিটর মধু সূদন মন্ডল, বার্তা সম্পাদক নূরে জান্নাত আক্তার সীমা, সিনিয়র রিপোর্টার সেলিনা শিউলী ও সিনিয়র সাব এডিটর রোকসানা ইয়াসমিন তিথি।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আমরা ইতোমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে চলে এসেছি, পঞ্চম শিল্প বিপ্লব আমাদের দোরগোড়ায়। নারীদেরকে এই জায়গায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এতে নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় দেশ তার কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে অতীতে নারীরা পিছিয়ে পড়েছিল। সরকার এখন সেই জায়গা থেকে নারীদের এগিয়ে আনতে চায়। নারীদেরকে এই সুযোগকে কাজে লাগতে হবে।

চতুর্থ এই শিল্প বিপ্লবের চ্যালেঞ্জিং সময়ে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে তথ্য সচিব বলেন, স্মার্ট সিটিজেন তৈরি করার দায়িত্ব কেবল সরকারের একার নয়, যোগ্য নাগরিক তৈরি করার দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের। বিশ্ব এখন অটোমেশনের দিকে যাচ্ছে, যিনি এর সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না, তিনি পিছিয়ে পড়বেন। দূত হিসেবে সমাজের প্রতিটি স্তরে এই বার্তাটি পৌছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সচিব বলেন, ‘একজন সুশিক্ষিত মানুষ হিসেবে আমাদের নারীর প্রতি সম্মান দেখাতে হবে, দেশের প্রতি অবদান ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে হবে এবং বয়োবৃদ্ধদের প্রতি সম্মান দেখাতে হবে। এই জায়গাগুলো যদি আমরা চর্চা করি তাহলে এই নারী দিবসের উদ্দেশ্য সফল হবে।’

নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে তথ্য সচিব বলেন, পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১৯১৭ সালে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৮ সালে বাল্য বিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮ সালে যৌতুক নিরোধ আইন, ২০১৪ সালে ডিএনএ আইন, ২০১০ সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আউন, ২০১০ সালে এসিড নিয়ন্ত্রণ আইন এবং ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করেছে। নারীদের সুরক্ষা দেয়ার জন্য এবং অপরাধীদের আইনী কাঠামোতে নিয়ে আসার জন্য সরকার এই আইনগুলো পাস করেছে।

তিনি বলেন, ২০০৯ সালের ১৪ মে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকার শিশু এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতীয় পর্যায়ে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে এগুলো মনিটরিং করা হচ্ছে। এছাড়া, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষসহ দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

আবুল কালাম আজাদ বলেন, নারীর ক্ষমতায়নে সরকারের নানামূখী উদ্যোগের ফলে বর্তমান সমাজে নারীরা তাদের যোগ্যতা দিয়ে অনেক দূর এগিয়ে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শিতা, দক্ষতা ও যোগ্যতায় আজ অন্যতম বিশ্ব নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, সমাজের সচেতন মানুষ হিসেবে পরিবার ও সমাজে নারীর প্রতি আমাদের সম্মান জানানো উচিত। নারীকে নারী নয়, তাকে মানুষ হিসেবে দেখতে হবে। তবেই উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তথ্য সূত্র বাসস।