News update
  • 2 Bangladeshis seriously injured in ‘landmine explosion’ near Myanmar border     |     
  • Japan, India reject Biden's describing them as xenophobic countries     |     
  • PM opens new AFIP Bhaban, Sena Prangan Bhaban in Dhaka Cant     |     
  • Mother, son die in lightning strike in Khagrachhari     |     

ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত আলোচনায় বিএফইউজেকে যুক্ত করার আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-03-17, 9:00am

image-83039-1678982508-f2b8f7b2848f2a787a155492f3ec8a0a1679022025.jpg




বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজেকে ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত আলোচনায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন। 

এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী নাগরিক সমাজের সাথে আলোচনা শুরু করেছেন।

তারা আরো বলেন, পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠনকে বাদ দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সাথে আলোচনায় অন্যতম অংশীদার ছিল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বর্তমান আলোচনাতেও সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বকারী হিসেবে বিএফইউজেকে যুক্ত করার দাবি জানান নেতৃবৃন্দ। 

বিএফইউজে’র সাথে আলোচনার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার অন্তরায় ধারা সংশোধনের দাবি জানিয়ে তারা বলেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের ক্ষেত্রে এ আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। তথ্য সূত্র বাসস।