News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

ঢাকা বিশ্ববিদ্যালয় সতীর্থ উনসত্তর-এর নতুন কমিটি নির্বাচিত

সংগঠন সংবাদ 2023-12-24, 12:29am

elected-members-of-the-new-committee-of-the-dhaka-university-1969-batch-mates-at-the-palm-view-restaurant-of-the-army-golf-club-kurmitola-on-saturday-1d2c117a6ccecfe0ce5fca6e9d979bc21703356197.jpg

Elected members of the new committee of the Dhaka University 1969 batch mates at the Palm View Restaurant of the Army Golf Club, Kurmitola on Saturday.



শনিবার (২৩ ডিসেম্বর) কুর্মিটোলার আর্মি গোল্ড ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৯ ব্যাচের সতীর্থদের পুনর্মিলনী ও বিশেষ সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত করা হয়।

আহসান এইচ মনসুর সভাপতি ও শাহ জালাল ফিরোজ সেক্রেটারি নির্বাচিত হন। শরিফা কাদের সহ-সভাপতি ১ ও মোতাহার হোসেনকে সহ-সভাপতি ২ এবং কর্নেল (অব.) আরশাদ আলী ও এহসানুল আজিজকে যুগ্ম সম্পাদক ১ ও ২ নির্বাচিত করা হয়েছে। শফিকুল করিম সাবু কোষাধ্যক্ষ।

কমিটির আট সদস্য হলেন- সাঈদ তারেক, মোহাম্মদ কামরুজ্জামান, ওয়াজির সাত্তার, মাসরুর আহমেদ, কেএমএইচ শহীদুল হক, শাহজাহান চৌধুরী, মাসুরা হোসেন ফানু ও মোস্তফা কামাল মজুমদার।