News update
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     

এডাব-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেক্স সংগঠন সংবাদ 2024-01-02, 9:36am

image-120535-1704118202-ff3cd12790b992056e37a0f785e6ec021704166560.jpg




বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা রাজধানী ঢাকার মিরপুরস্থ হীড বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন আব্দুল মতিন। বার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় দুইশত সদস্য সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভার শুরুতে এডাব-এর পরিচালক একেএম জসীম উদ্দিন সূচনা বক্তব্য প্রদান করেন। 

সভায় বিগত ৪২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থ বছরের (জুলাই ২০২৩-জুন, ২০২৪) বাজেট ও কর্ম পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন ও অনুমোদনের জন্য পেশ করা হয়। 

উপস্থিত সদস্যগণ চলমান বিভিন্ন সমস্যা যেমন: এনজিওদের ভ্যাট ট্যাক্স এর সমস্যা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের স্থগিত প্রকল্পসমূহ চালুকরণে এডভোকেসি করা; বিকল্প অর্থ উৎসের সন্ধানে সিএসআর, সরকারের সাথে যোগাযোগ বৃদ্ধি, নিজস্ব আয়বর্ধক কার্যক্রম হাতে নেয়া ইত্যাদির উপর জোর দেন। 

এছাড়া, এডাবের কার্যক্রমে গণমাধ্যমকে আরও সম্পৃক্ত করা, নারী, শিশু, প্রতিবন্ধী, সামাজিক অপসংস্কৃতি নিয়ে কাজ করার উপর বক্তারা গুরুত্বারোপ করেন। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে স্থানীয় পর্যায়ে সফল সদস্য সংগঠনের সাথে মতবিনিময় সভা করা, নারী নেতৃত্বের বিকাশ, নেতৃত্বের বিকেন্দ্রীকরণ, সরকারের সাথে সমন্বয়বৃদ্ধি, ৩ (তিন)পার্বত্য জেলাকেও এডাব কার্যক্রমের সঙ্গে অর্ন্তভুক্ত করে সকল জেলায় এডাব এর কার্যক্রম বিস্তৃত করার জন্য মতামত প্রদান করা হয়। 

সভায় বক্তাগণ সদস্যদের সহযোগিতায় এডাব এর নিজস্ব ভবন তৈরী, সদস্যদের ডিরেক্টরী প্রকাশ, এডাব- এর পঞ্চাশ বছরপূতি উদযাপনসহ স্থানীয় পর্যায়ে কার্যক্রম হাতে নেয়া ইত্যাদি পদক্ষেপ নেবার আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাব এর নির্বাহী কমিটির সদস্য ইয়াকুব হোসাইন, জেসমিন সুলতানা পারু, লায়ন এম আব্দুর রশিদ, আনোয়ার হোসেইন। বাসস।