News update
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     

নারীপক্ষ’র ২০২১-২০২৩ কার্যকালের নির্বাহী পরিষদ

সংগঠন সংবাদ 2022-01-17, 11:10pm

Young woman. Creative Commons.



আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর পর নারীপক্ষ’র নতুন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন করা হয়। এই ধারাবাহিকতায় আগামী ১৪২৮-১৪৩০/ জুলাই ২০২১- জুন ২০২৩ (দুই বছরের) কার্যকালের জন্য  নিম্নোক্ত ব্যক্তিবর্গ  সভানেত্রী, সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা ১৬ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর।

নির্বাহী পরিষদ সদস্যগনের তালিকা নিম্নরূপ:

১. তাসনীম আজীম (সভানেত্রী)

২. তামান্না খান (আন্দোলন সম্পাদক)

৩. রীনা রায় (প্রকল্প সম্পাদক)

৪. ফজিলা বানু লিলি (প্রচার সম্পাদক)

৫. নাজমা বেগম (কোষাধ্যক্ষ)

৬. মাহমুদা বেগম গিনি (সদস্য) 

৭. মাহীন সুলতান (সদস্য)

৮. খোদেজা খাতুন (সদস্য)

৯. সাফিয়া আজীম (সদস্য )

১০. সাদাফ-সায-সিদ্দিকী (সদস্য) 

১১. রেহানা সামদানী কণা (সদস্য)

ধন্যবাদান্তে - সায়েমা হাসনীন, ব্যবস্থাপক, হিসাব ও প্রশাসন, নারীপক্ষ