News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের সদস্য সভা ও সাহিত্য আলোচনা সম্পন্ন

সংগঠন সংবাদ 2024-03-10, 11:13pm

literary-meet-and-discussion-held-at-sirajdikhan-at-the-initiative-of-the-jhukut-foundation-on-9-march-2024-44f785ed3ebcb731ed4d85d00ce6db611710090832.jpeg

A meeting of members and discussion held at Sirajdikhan at the initiative of the Jhikut Foundation on 9 March 2024.



সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের সদস্য সভা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ মার্চ) ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের আয়োজনে আঞ্চলিক কার্যালয় বালুচরে বিকেল ৫ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক শোভন সারোয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।

এছাড়া ঝিকুট ফাউন্ডেশন মিডিয়া সেলের সদস্য আসিফ বাধন, সদস্য জিদানসহ স্থানীয় লেখক, সাংবাদিক ও  সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। - নিজস্ব প্রতিবেদক