News update
  • IG of Police warns against vandalism, orders arrest     |     
  • NBR to chase TIN holders who fail to submit tax returns     |     
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     
  • Tens of millions at risk of hunger as funding crisis spirals     |     
  • Yunus Urges Trump to Delay New Tariffs by Three Months     |     

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-04-07, 6:03pm

oirutiwoti-f761f61727427de0fc18ea15cc016f3a1712491486.jpg




ঈদে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইন খোলা থাকছে। ঈদের ছুটিতে কর্মরত টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের যথাযথভাবে তাদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

আজ এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ যে সকল গণমাধ্যমে এখনো বেতন-বোনাস হয়নি তাদেরকে আগামীকাল ৮ এপ্রিল সোমবারের মধ্যে তা পরিশোধ করার দাবি জানান।

বিবৃতিতে বিএফইউজে নেতারা পেশাজীবী সাংবাদিক ও সংবাদকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।