News update
  • OIC Resolution to Address Israeli Aggression Against the Palestinian People      |     
  • 1,000+ Dead in Clashes Between Syrian Forces and Assad Loyalists     |     
  • Eid shopping rush in Dhaka despite rising prices      |     
  • Bangladeshi firms join hands with US telecom giant Starlink     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ Sunday morning     |     

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী আর নেই

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-09-24, 10:46pm

tretert-1046dc4c840dc7afd3f5637a821e30851727196415.jpg




বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার থেকে রুহুল আমিন রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন রুহুল আমিন গাজী। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।

গত ২২ সেপ্টেম্বর রাত পৌনে ৩টায় রুহুল আমিন গাজীকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে এয়ারপোর্ট থেকে ফিরে আবারও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।