News update
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     

১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল আউটসোর্সিং কর্মীরা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-10-19, 6:14pm

erewrwerwqr-fb6ad693fa73045e35b910b7af347a5d1729340053.jpg




প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশ্বাসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্টানের আউটসোর্সিং কর্মচারীরা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড় ছাড়েন তারা।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টা থেকে চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। এতে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভকারীদের ৭ সদস্যের প্রতিনিধিদল বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। একইসঙ্গে ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান আনিস জানান, ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামা হবে।

উল্লেখ্য, সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিক কাজের বিরোধিতা করে আসছেন আউটসোর্সিং কর্মচারীরা। তারা চাকরিতে স্থায়ী করে সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান। একইসঙ্গে দীর্ঘ ৬ মাস যাবত বেতন না পাওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারী।আরটিভি