News update
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     
  • Children in Gaza ‘going to bed starving’ amid blockade     |     
  • Plague of rats, insects latest challenge for war-torn Gazans     |     
  • Guterres tells UNSC two-State option near point of no return     |     
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     

ডিআরইউ নির্বাচন: সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-12-01, 8:05am

cf9312d00dc177773ed2a6e87f9a6c4bbdc6fc7fdda2d429-1-86b4087839aff6d5315577950372601e1733018725.jpg




ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। এদের মধ্যে সালেহ পেয়েছেন ৮০১ এবং সোহেল পেয়েছেন ৫৪৫ ভোট।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

অন্য নির্বাচিতরা হলেন: সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।