News update
  • Ziaur Rahman's 89th birth anniversary today, BNP programs      |     
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     

‘জুলাই বিপ্লবে’ সাহসী ভূমিকা রাখায় ১৩ গণমাধ্যমকর্মীকে সম্মাননা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-12-15, 8:03am

img_20241215_080107-ae5fe3d6d7c41948b4e6fbb2a3cc504e1734228197.jpg




‘জুলাই বিপ্লবে’ গণমাধ্যমে সাহসী ভূমিকা পালন করায় ১৩ জন গণমাধ্যমকর্মীকে সম্মাননা দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।

শনিবার (১৪ ডিসেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মতবিনিময় ও ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের এ সম্মাননা তুলে দেয়।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে থাকা সাংবাদিকরা তাদের জীবনের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণে অব্যক্ত অনুভূতি প্রকাশ করেন।

জুলাই বিপ্লবে ‘সাহসী যোদ্ধা’ হিসেবে সম্মাননা পেয়েছেন দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার নাছির উদ্দিন সোয়েব, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট ইসমাইল হোসেন জনি, খবর সংযোগের সিনিয়র সাব-এডিটর মো. নাঈম, কালবেলার লিড মোজো রিপোর্টার আকরাম হোসেন, দেশ টিভির রিপোর্টার হাসান মাহমুদ, দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক সুমন্ত চক্রবর্তী, বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার আরেফিন ইমন, চ্যানেল আইয়ের সাংবাদিক আক্তার হাবিব, এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতউল্লাহ, কালের কণ্ঠের ফটো সাংবাদিক মনজুরুল করিম, মাই টিভির ভিডিও জার্নালিস্ট মো. হাসান বিশ্বাস ও বার্তা বাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আহম্মদ ফয়েজ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম।

আরটিভি