News update
  • Fourth Palestinian baby freezes to death in Gaza amid winter crisis     |     
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     

২০২৪ সালে হত্যার শিকার ৫২৮ নারী ও মেয়েশিশু: মহিলা পরিষদ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-01-02, 10:08am

fgfgs-15cd5ab7b040ed6941eb81a4cb5f169d1735790938.jpg




সদ্য বিদায়ী ২০২৪ সালে নারী ও মেয়েশিশু নির্যাতনের ২ হাজার ৫২৫টি খবর প্রকাশিত হয়েছে দেশের সংবাদপত্রগুলোতে। এছাড়া ৫২৮ জন নারী ও মেয়েশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের মধ্যে ৪৫১ জন নারী ও ৭৭ জন মেয়েশিশু।

বুধবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর সংকলন করে তারা এ তথ্য পেয়েছে।

বিবৃতিতে মহিলা পরিষদ জানিয়েছে, নারী ও মেয়েশিশু নির্যাতনের ঘটনায় সবচেয়ে বেশি হত্যা ও ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে ৩৬৭ মেয়েশিশুসহ ৫১৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৪২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। ২৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ছয়জন। এছাড়া ৯৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদ আরও জানায়, গত বছর যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৮১ জন। এর মধ্যে ১৩৫ জন মেয়েশিশু। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪৫ জন। রহস্যজনক মৃত্যু হয়েছে ৫৭ জন মেয়েশিশুসহ ২৩৬ জনের। আত্মহত্যা করেছে ৭৬ জন মেয়েশিশুসহ ২১৪ জন ।

এছাড়া, এসিডদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এক মেয়েশিশুসহ এসিডদগ্ধ হয়েছে ১৭ জন। আর অগ্নিদগ্ধ হয়েছে ২৫ জন। পাচারের শিকার হয়েছে ১৩ মেয়েশিশুসহ ২০ জন। ৫৭ জন মেয়েশিশুসহ ৬৮ জন অপহরণের শিকার হয়েছে। আরটিভি