News update
  • BNP submits list of 848 July-August martyrs to tribunal     |     
  • Aynaghar sample of AL govt's brutality; CA says after visit     |     
  • Automated Weather Station (AWS) at SAU     |     
  • UN says former BD govt behind possible 'crimes against humanity'     |     
  • UN report finds brutal, systematic repression of July protests     |     

‘রমজানে ডিম ও মুরগির মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে’ 

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-02-13, 4:39pm

retetert-79d235612aa6b8ba660858b682881aca1739443167.jpg




ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান বলেছেন, আসন্ন রমজানে আমরা আশা করছি, ডিম এবং মুরগির মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মশিউর রহমান বলেন, ঈদের আগে চাঁদরাতে বাজারে বেশ চাপ থাকে। পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সবকিছুর দামও বেড়ে যায়। তাই এ বিষয়টি পুরোপুরিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আর এই দুই দিনের জন্য এক্সট্রা ডিম উৎপাদনও করা যায় না। তবে আমরা আশা করছি ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।

তিনি বলেন, সস্তায় ডিম বিক্রি করার কথা যখন আমরা বলি, তখন অনেকেই প্রশ্ন করেন তা কীভাবে সম্ভব। যে দেশগুলো ইতোমধ্যে ইনভেস্টমেন্ট ও ডেভলপমেন্ট করে ফেলেছে, সেসব ডেভেলপমেন্ট আমাদের দেশেও করা হয়ে গেছে, এটা হয়তো অনেকেরই জানা নেই। আমরা লেটেস্ট টেকনোলজি নিয়ে এসেছি। টেকনোলজির এক্সিবিশন দেখার জন্য আগে আমরা বাইরের দেশে যেতাম, এখন বাইরের দেশ থেকে আমাদের দেশে আসছে এক্সিবিশন দেখার জন্য।

তিনি আরও বলেন, একটা গরু যে পরিমাণ মাংস দেয়, একটা মুরগি সে পরিমাণ মাংস দেয় না। আমরা ওয়েস্ট কম্পোস্টের পরিকল্পনা করছি। বড় বড় কোম্পানিগুলো যে পরিমাণ ওয়েস্ট কম্পোস্ট করে, তাতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে ওয়েস্ট কন্ট্রোলও হচ্ছে, কার্বন ইমিউশনও হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন-আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, সংগঠনে সেক্রেটারি জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ মুন্সী, ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান প্রমুখ। আরটিভি


Copied from: https://rtvonline.com/