News update
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     
  • NYT paints troubling, one-sided view of Bangladesh     |     
  • Two brothers killed in Narsingdi over extortion refusal     |     
  • Death toll from Myanmar earthquake surpasses 1,700     |     
  • Children’s entertainment centres buzz with Eid crowds      |     

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকার অনুদান

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-03-28, 3:09pm




জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত মোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।  

শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

স্নিগ্ধ বলেন, এই অনুদান ৬ হাজার ৩৪১টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্দোলনে আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছেন। অনেক ভুয়া আহত রয়েছেন, যাদের নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি। এই ভুয়া আহতদের কারণে সঠিক লোকদের কাছে সহযোগিতা পৌঁছাতে অনেকটা বিলম্ব হচ্ছে। 

সংগঠনের সদস্যরা জানান, ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি নেওয়া হবে। এর মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছে দেবে সংগঠনটি। 

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফান্ড শেষের জানিয়ে নিহত আহত পরিবারকে সহযোগিতা করতে ফান্ড কালেকশনের কথা বলেন তারা৷ এছাড়া এবারের ঈদে নিহত আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। আরটিভি।