News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-04-17, 7:56am

ae431b7a14a7de4785c2ea704f54b9d249dcc81dd61a8b6d-2861ca6d3aa79b72f4f30879afeb0d041744854964.jpg




শোবিজ অঙ্গনে ফের বইছে নির্বাচনের হাওয়া। অভিনয়শিল্পী সংঘের এ নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে গেল প্রার্থী পরিচিতি সভা।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় নাট্যাঙ্গনের তারকাদের মিলন মেলা বসে শিল্পকলা একাডেমির থিয়েটার স্টুডিওতে।

শনিবার (১৯  এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এফডিসির নির্বাচনের মতো অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেল ভিত্তিক নয়। ফলে এ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব প্রার্থী। এরইমধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ ও আবদুল্লাহ রানা। এছাড়া সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল বাবু, শামস সুমন, আজিজুল হাকিম, আশরাফ টুলু, এহসানুর রহমান ও আশরাফুল সোহাগ।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন রাশেদ মামুন অপু ও শাহেদ শরীফ খান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মাসুদ রানা মিঠু ও হিমেল হাফিজ। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সূচনা সিকদার ও সুবর্ণা মজুমদার।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন নিলাভ আমান, আর এ রাহুল ও মেহেদী হাসান পিয়াল। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন মুকুল সিরাজ ও প্রিন্স রনি। অনুষ্ঠান সম্পাদক পদে লড়ছেন সান্ত্বনা সাদিকা, এম এ সালাম সুমন ও শাহারিয়ার সজিব। অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দফতর সম্পাদক পদে তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন জুলফিকার চঞ্চল, ইমরান হাসো, রেজাউল রাজু, সৈয়দ শিপুল, তুহিন চৌধুরী, গোলাম মাহমুদ, শিউলি শিলা, মোল্লা রাজা, রাফা নাঈম, হিরা ও শুভরাজ।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও  ফারুক আহমেদ।

প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয়শিল্পী সংঘের সদস্য সংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে। সবকিছুর পর ভোটাধিকার রয়েছে ৭৪৮ জনের। তারাই মূলত ভোট প্রয়োগ করে অভিনয়শিল্পী সংঘে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। সময়