News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

ব্রাসেলসে পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-11-12, 7:42am




ব্রাসেলসের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, সন্ত্রাসবাদের নজরদারিতে তালিকাভুক্ত সন্দেহভাজন এক ব্যক্তি বৃহস্পতিবার দুই পুলিশ কর্মকর্তার ওপর ছুরি দিয়ে আক্রমণ চালালে ঐ ঘটনায় একজন নিহত অন্যজন আহত হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে আইনজীবীদের মুখপাত্র এরিক ভ্যান ডার সিপ্ট বলেন, ব্রাসেলসের উত্তরাঞ্চলে রাস্তার লাল বাতিতে পুলিশের গাড়িটি থামা অবস্থায় ঐ দুই কর্মকর্তার উপরে আক্রমণ চালানো হয়। ভ্যান ডার সিপ্ট বলেন, সন্দেহভাজন ব্যক্তিটি "আল্লাহু আকবর" বলে চিৎকার করেন।

যে পুলিশ কর্মকর্তা গাড়ি চালাচ্ছিলেন তার গলায় ছুরিকাঘাত করা হয়েছিল এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। যাত্রীর আসনে বসে থাকা কর্মকর্তার বাহুতে ছুরিকাঘাত করা হয়েছিল তবে তিনি সাহায্যের জন্য রেডিও কল করতে সক্ষম হয়েছিলেন। যিনি ঐ রেডিও কলে সাড়া দিয়েছিলেন সেই পুলিশ কর্মকর্তা সেখানে পৌঁছানোর পরে সন্দেহভাজনকে গুলি করে আহত করেন।

ভ্যান ডার সিপ্ট বলেন, সন্দেহভাজন ২৩ বছর বয়সী ব্যক্তি বেলজিয়ামের নাগরিক এবং জাতীয় নিরাপত্তা সংস্থা ওসিএডি/ওসিএএম-এর উগ্রপন্থী মুসলমানদের তালিকায় তার নাম অন্তঃভুক্ত ছিল। ওই মুখপাত্র বলেন, সন্দেহভাজন ব্যক্তি সুস্থ হয়ে ওঠার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আইনজীবীদের অফিস থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সন্দেহভাজন ব্যক্তিটি ব্রাসেলসের একটি পুলিশ স্টেশনে যায় এবং বাহ্যত তারা তাকে "মানসিকভাবে বিপর্যস্ত"বলে বর্ণনা করেন এবং সে সাহায্য চায়। তারা বলেন যে তাকে পরীক্ষার জন্য একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দেয়া হয়।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই হামলার প্রতিক্রিয়ায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু লিখেছেন, “আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ কর্মকর্তারা প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। আজকের এই ঘটনা তা আরও একবার প্রমাণ করে। মৃত কর্মকর্তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।” তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।