News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ক্রিমিয়ার সেতু পরিদর্শন পুতিনের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-12-06, 1:22pm




রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মূল ভূখন্ডের সাথে ক্রিমিয়ার সংযোগকারী সেতু পরিদর্শন করেছেন।

অক্টোবরে বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সোমবার তিনি এটি পরিদর্শন করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজ থেকে এ কথা জানা গেছে।

পুতিন নিজেই একটি মার্সিডিজ চালিয়ে সেতুটি দেখতে যান এবং এ সময়ে ডেপুটি প্রধানমন্ত্রী মরাত খুশনুল্লিনের কাছ থেকে এর মেরামত কাজের খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, সেতুতে বিস্ফোরণের জন্যে মস্কো ইউক্রেনকে দায়ী করেছে। তথ্য সূত্র বাসস।