News update
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     
  • Chandpur’s century-old municipal clinic closes: Poor in peril     |     
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-02-25, 9:53am

asgdhadujayui-2bef6651caae55880703555c8a04c0ef1708834408.jpeg




ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। খবর এএফপি ও কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। পাঁচজনকে আটক করার কথা জানিয়ে এক্স পোস্টে দেশটির পুলিশ জানিয়েছে, আটককৃতরা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন। পুলিশের নির্দেশনা মানেননি তারা।

রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশটির আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।

এদিকে এএফপির খবরে জানানো হয়েছে, গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা করতে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধিদল। এতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার।

এএফপির খবরে আরও জানানো হয়েছে, ইসরায়েলের প্রতিনিধিদল প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা তিন দেশ মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল ছয় সপ্তাহের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে। এ ছাড়া ইসরায়েলের কারাগারে থাকা ২০০ থেকে ৩০০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। বিনিময়ে ৩৫ থেকে ৪০ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস।