News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

দক্ষিণ গাজা থেকে সেনা কমিয়েছে ইসরায়েল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-04-08, 4:40pm

oiuqrqriq-4df3c9025d1eb594f2e28df70a19f6cb1712572840.jpg




দক্ষিণ গাজায় মাত্র একটি ব্রিগেড রেখে বাকি সৈন্যদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

অবশ্য গাজায় "উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি" থাকবে বলে জোর দিয়ে জানিয়েছে তারা।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বিবিসিকে বলেছেন, "এটি যুদ্ধের তৎপরতার আরেকটি পর্যায়।"

সৈন্য ফিরিয়ে নেয়াকে যুদ্ধ শেষের ইঙ্গিত মনে করার কারণ নেই। বরং এটিকে কৌশলগত দিক হিসেবেই দেখা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েল এবং হামাস উভয়ের পক্ষ থেকেই জানানো হয়েছে, নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে কায়রোতে প্রতিনিধিদল পাঠিয়েছে তারা।

কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিআইএ ডিরেক্টর বিল বার্নস এবং কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল রহমান আল থানি মিসর, ইসরায়েল এবং হামাস থেকে আসা আলোচকদের সাথে বসবেন।

হামাস গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়। দক্ষিণাঞ্চলীয় সীমান্তের অধিবাসীদের ওপর চালানো সেই হামলায় ১২০০ জন নিহত হন। জিম্মি করা হয় ২৫০ জনকে। রোববার সেই ঘটনার ছয় মাস পার হলো।

জিম্মিদের অন্তত ১৩০ জনকে হামাসের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইসরায়েল বলছে, এর মধ্যে অন্তত ৩৪ জন মারা গেছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গত ছয় মাসে ৩৩ হাজারের বেশি গাজাবাসী নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

'যুদ্ধ শেষ হয়নি'

লেফটেন্যান্ট কর্নেল লার্নার বলেন, খান ইউনিসে সামরিক বাহিনী তার মিশন সম্পন্ন করেছে বলে সৈন্যদের সরানো হচ্ছে।

খান ইউনিস কয়েক মাস ধরে ইসরায়েলি বোমাবর্ষণ চলেছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে শহর এবং আশেপাশের এলাকা।

লেফটেন্যান্ট কর্নেল লার্নার বলেন: "যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন তারা (জিম্মি) বাড়ি ফিরে আসবে এবং হামাস নিঃশেষ হয়ে যাবে।"

"এতে বাহিনীর উপস্থিত হ্রাস পেলো ঠিকই, তবে আরও অনেক অভিযান পরিচালনা করার আছে। রাফাহ স্পষ্টতই একটি শক্তিশালী ঘাঁটি। যেখানেই থাকুক, হামাসের সক্ষমতা ধ্বংস করতে হবে।"

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, এটি একটি "রেস্ট অ্যান্ড রিফিট" (বিশ্রাম এবং পুনরায় সক্রিয় হয়ে ওঠা) বলে মনে হচ্ছে। এবং "নিশ্চিত করে বলা যায় না যে... এই সৈন্যদের দিয়ে নতুন কোনো অভিযানের পরিকল্পনা করা হচ্ছে"।

কিন্তু পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, সৈন্যরা তাদের “ফলোআপ মিশন”- এর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে।

তিনি বলেন, খান ইউনিসে তাদের কৃতিত্ব ছিল "অনন্য"।

“এর ফলে গাজা জুড়ে একটি সামরিক সংগঠন হিসেবে কাজ করা বন্ধ করে দিতে হয়েছে হামাসকে,” যোগ করেন তিনি।

ইসরায়েল দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে একটি পরিকল্পিত স্থল আক্রমণের হুঁশিয়ারি দিয়ে আসছিল।

রাফাহতে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

কিন্তু যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ এবং শক্তিশালী মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শুরুতে কিছু সতর্কবার্তাও দিয়েছে।

বলেছে, গাজা যুদ্ধের জন্য তাদের চলমান সমর্থন ত্রাণ বিতরণ বৃদ্ধি এবং বেসামরিক মৃত্যু রোধে ইসরায়েল কী পদক্ষেপ নেয় তার ওপর নির্ভর করবে।

যুদ্ধের ছয় মাস উপলক্ষ্যে দেয়া বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র দাবি, ইসরায়েল "জয় থেকে এক ধাপ দূরে"। কিন্তু ইসরায়েলি জিম্মিদের মুক্তি ছাড়া যুদ্ধবিরতি হবে না বলে মন্তব্য তার।

"যুদ্ধের সাফল্য উল্লেখ করার মতো। আমরা সিনিয়র কমান্ডার সহ হামাসের ২৪ ব্যাটালিয়নের মধ্যে ১৯ টিকে নির্মূল করেছি," মি. নেতানিয়াহু বলছিলেন।

শনিবার হাজার হাজার ইসরায়েলি গাজায় আটক জিম্মিদের মুক্ত করতে চুক্তি করার দাবিতে মি. নেতানিয়াহুর বিরুদ্ধে সমাবেশ করেছেন।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে জিম্মিদের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন।

শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মি ইলাদ কাতজিরের মৃতদেহ উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পর তেল আবিব এবং অন্যান্য শহরে মিছিল হয়েছে।

আয়োজকরা জানান, তেল আবিবের বিক্ষোভে এক লাখ লোক সমবেত হয়েছিলেন। তবে, অন্যান্য হিসাব অনুযায়ী উপস্থিতি ছিল প্রায় ৪৫ হাজার।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ‘এখনই নির্বাচন’ এবং 'ইলাদ, আমরা দুঃখিত’ বলে স্লোগান দিচ্ছিলো।

পরে পুলিশ জোরপূর্বক তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে মি. কাতজিরের বোন, কারমিত পালতি কাতজির তার ভাইয়ের মৃত্যুর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, “কাতজির জীবিত ফিরে আসতো যদি তারা একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতো”।

ফেসবুকে তিনি লিখেছেন, “আমাদের নেতৃত্ব কাপুরুষোচিত এবং রাজনৈতিক বিবেচনায় পরিচালিত, এই কারণেই এই চুক্তি এখনো হয়নি”।

“প্রধানমন্ত্রী, যুদ্ধকালীন মন্ত্রিসভা, জোটের সদস্যরা আপনারা আয়নায় নিজেদের দেখুন এবং বলুন যে আপনাদের হাত থেকে রক্ত ঝরেছে কি না”।

রোববার সন্ধ্যায় বিক্ষোভ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জেরুজালেমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সরকারবিরোধী ধারাবাহিক সমাবেশগুলো থেকে এই আশঙ্কা প্রকাশ করা হয় যে, তিনি হয়তো বাকি জিম্মিদের আর মুক্ত করতে পারবেন না। বিবিসি নিউজ