News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

গাজার শাসন ক্ষমতায় ফিরবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, প্রত্যাশা কাতারের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-01-22, 10:25am

rtewrwexdasda-1e17faa02df8a12dd7473e34e9f2266b1737519911.jpg




শিগগিরই গাজা উপত্যকার শাসন ক্ষমতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। খবর আলজাজিরার।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় একের পর এক আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৭ হাজার ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৯১ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

কাতারের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন যে গাজা কে শাসন করবে সেটা ওই অঞ্চলের জনগণ ঠিক করবে, অন্য কোনো দেশ নয়। তিনি বলেছেন, আমরা এমন একটি সরকার দেখতে চাই যা সত্যিই সেখানকার জনগণের সমস্যাগুলো সমাধান করবে। গাজাকে নিয়ে অনেক দূর যেতে হবে।

যুদ্ধবিরতির চুক্তিটি কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয় এবং এতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুদ্ধের পর গাজা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়টি ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ চুক্তিতে সরাসরি উল্লেখ করা হয়নি।

গাজায় হামাসের যেকোনো ধরনের শাসন ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যদিও যুদ্ধের আগে হামাসই গাজা শাসন করে এসেছে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলা শেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসরায়েল। গত রোববার (১৯ জানুয়ারি) এই যুদ্ধবিরতি কার্যকর হয়। আরটিভি